২০ মে, ২০১৯ ১০:০০

মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন, হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন, হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এখনই বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে চীন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীনের প্রেসিডেন্ট জি জিনপিংকে সতর্ক করে এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট জিনপিং এবং আমার সকল চীনা বন্ধুদের অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে, আপনারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন না করেন তাহলে চীন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর ফলে মার্কিন কোম্পানিগুলি চীন ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হবে। 

এভাবেই চাঞ্চল্যকর হুঁশিয়ারি দেন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প আরও বলেন, চীনা পণ্যের চড়া মূল্য দিতে হয়। একটি মানসম্পন্ন চুক্তি করার সুযোগ আপনাদের সামনে ছিল। কিন্তু আপসোস সেখান থেকে আপনারা সরে গিয়েছেন।

গত শুক্রবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে দুই হাজার কোটি ডলারের বাড়তি শূল্কারোপ করে। আর তা করার পর ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রায় রূপ নিয়েছে। এসব পণ্যের ওপর শতকরা ১০ ভাগের জায়গায় ২৫ ভাগ শুল্ক বসানো হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ চীন।


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর