২০ মে, ২০১৯ ১০:৪০

আসন হারালেন অস্ট্রেলিয়ার সেই 'সমালোচিত' সিনেটর

অনলাইন ডেস্ক

আসন হারালেন অস্ট্রেলিয়ার সেই 'সমালোচিত' সিনেটর

নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনার পর আলোচনায় আসেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার অ্যানিং। ওই হামলার জন্য নিউজিল্যান্ডের অভিবাসন নীতিমালাকে দায়ী করেছিলেন তিনি। হামলার জন্য মুসলিম অভিবাসনকে দায়ীকারী বর্ণবাদী এই সিনেটর নির্বাচনে তার আসন হারিয়েছেন। 

অ্যানিং শনিবার তার পার্টি থেকে মনোনয়নের জন্য আশাবাদী ছিলেন। তবে তার পার্টি থেকে তিনি নির্বাচিত হননি। 

উল্লেখ্য, ফ্রেসার অ্যানিং নিউজিল্যান্ডের গণহত্যার কয়েক ঘণ্টা পর মুসলিম অভিবাসনের বিরুদ্ধে মন্তব্য করে ব্যাপক নিন্দা কুড়ান। তার মাথায় একটি কাঁচা ডিম ভেঙে প্রতিবাদ জানায় একজন কিশোর এবং তিনি কিশোরকে শারীরিকভাবে আঘাত করে আরো সমালোচনার মুখোমুখি হন। 

সূত্র : এপি 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর