পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও দৃশ্যত থমথমে অবস্থা বিরাজ করছেন। ভয় ও আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন। দোকান-পাট বন্ধ ও গাড়ি-ঘোড়া চলাচলও কমে গেছে। সবার মধ্যে যেন এক অজানা আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অধিবাসী ও সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক (হাই অ্যালার্ট) থাকার নির্দেশ দিয়েছে পাকিস্তান। নিলাম ও ঝিলাম নদী অববাহিকতায় নির্মাণাধীন বাঁধ থেকে ইতিমধ্যে ৫০ চীনা শ্রমিককেও সরিয়ে নিয়েছেন পাকিস্তান কর্তৃপক্ষ।
সীমান্তের অপর পাড়েও সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় সেনারা। গত কয়েক দিন ধরে এ এলাকায় মাঝে মাঝেই গুলি ও পাল্টা গুলি বিনিময় করছে উভয়পক্ষের সেনারা। ইসলামাবাদ জানিয়েছে, ভারতীয় সেনাদের গুলিতে মঙ্গলবার আজাদ-কাশ্মীরের ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, নয়া দিল্লি দাবি, পাকিস্তানি সেনার ছত্রছায়ায় জঙ্গিগোষ্ঠী অনুপ্রবেশ করলে তাদের প্রতিহত করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব