ভারতের উত্তরাখন্ডে দেহরাদুনে একটি স্কুলবাস খাদে পড়ে কমপক্ষে নয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন শিশু। দুর্ঘটনায় আহত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে তেহরি গারহওয়ালে কাঙ্গসালি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে ১৮ শিশু ছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে গভীর খাদে। এ ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ফান্ডের একটি টিম সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
পুলিশের মহাপরিদর্শক (গারহওয়াল) অজয় রয়তেলা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন