একপাল শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ল বিমানের ইঞ্জিন। তখন বিমানবন্দর পর্যন্ত ফিরে যাওয়ার উপায় নেই। বিমানের ২৩৩ জন যাত্রী তখন নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। তখন বিমানচালকের উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় প্রাণে বাঁচলেন সকলেই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মস্কোর ঝুকভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে খবর, নির্ধারিত সময়েই বিমানবন্দর ছেড়ে আকাশে ওড়ে ইউরাল এয়ারলাইনসের এয়ারবাস ৩২১। মোটামুটিএক কিলোমিটার দূরত্ব পার হতেই আচমকাই বিমানের সামনে এসে পড়ে একপাল শঙ্খচিল। শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বিমানের ইঞ্জিন। তখন জরুরি অবতরণ করা ছাড়া অন্য কোনও পথই খোলা ছিল না। তাই কাছের একটি ভুট্টা ক্ষেতেই বিমান নামানোর সিদ্ধান্ত নেন চালক।
জরুরি অবতরণের ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। বিমানের এক যাত্রী মোবাইলে জরুরি অবতরণের ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল। বিমানের ২৬ জন যাত্রী আহত হলেও এই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন সকলেই। এই ঘটনার পর বিমানচালক দামির ইউসুপভ এখন সকলের কাছে ‘সুপার হিরো’ হয়ে উঠেছেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ