Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ আগস্ট, ২০১৯ ০৯:৩৩

মা হয়েছেন এক সঙ্গে কাজ করা সেই ৯ জন নার্স!

অনলাইন ডেস্ক

মা হয়েছেন এক সঙ্গে কাজ করা সেই ৯ জন নার্স!

বিরল ঘটনার সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডের মাইনে মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারে লেবার ইউনিটে কর্মরত ৯ জন নার্স গর্ভবতী ছিলেন। 

সেই খবর মার্চ মাসে জানিয়েছিলেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। সেই নার্সদের সকলেই জন্ম দিয়েছেন সন্তানের। সন্তানসহ সেই সব নার্সদের ছবি সম্প্রতি প্রকাশ করেছেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই বিষয়টি নিয়ে ফের চর্চায় মেতেছেন নেটিজেনরা।

জানা গেছে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে ওই শিশুগুলো জন্ম নিয়েছে। সব ক’টি শিশুর জন্মের পর ওই ৯ জন নার্স তাদের সন্তানদের কোলে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সদ্য মা হওয়া ওই নার্সদের একজন লুনি সুসি সংবাদ সংস্থাকে বলেছেন, 'গর্ভাবস্থা থেকেই আমরা একে অপরের খেয়াল রাখতাম। কম বেশি একই সময়ে মা হয়ে আমরা দারুণ অনুভূতির সাক্ষী রইলাম।' 

বিডি প্রতিদিন/২০ আগস্ট, ২০১৯/আরাফাত


আপনার মন্তব্য