ঋণ পরিশোধ করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক কৃষক। তার নাম লাভপ্রীত সিং (২২)।
এ নিয়ে ওই পরিবারে গত ৪০ বছরে দেনা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করলেন ৫ জন কৃষক। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, লাভপ্রীত সিং ভারতের পাঞ্জাবের বারনালা গ্রামের একজন কৃষক। পূর্বসূরিদের মতো চাষাবাদই ছিল তার রুটিরুজির একমাত্র উপায়। কিন্তু ঋণের অস্বাভাবিক বোঝা সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেন তিনি।
লাভপ্রীত সিং কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
পরিবার জানায়, একই কারণে কয়েক বছর হল আত্মহত্যা করেছেন লাভপ্রীতের ভাই। এছাড়া তার বাবা, তার দাদা ও দাদার বাবা ও চাচা।
বিডি প্রতিদিন/কালাম