ব্রাজিলের রিও ডি জেনেরিওর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উত্তর দিকের বাদিম হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দ্য হিন্দু ও ইউরো নিউজের।
টেলিভিশনের ছবিতে আগুন লাগার পর রোগীদের হাসপাতালের বেডে শুইয়ে রাস্তায় বের করে আনার চিত্র মিলেছে; রোগীদের পাশে এসময় হাসপাতালটির চিকিৎসক ও নার্সদেরও দেখা গেছে।
জানা গেছে, দুই ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/কালাম