ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে পরিবহন ধর্মঘট। পরিবহন শ্রমিকদের রিটায়ারমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
শুক্রবার দেশটির ব্যস্ততম নগরী প্যারিস ও আশপাশের শহরগুলোর মধ্যে চলাচলকারী মেট্রো, বাস, ট্রাম, আর.ই.আর নিয়ন্ত্রণকারী সংস্থা RATP এর কর্মচারী ফেডারেশনের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
ধর্মঘটের কারণে প্যারিসে চলাচলকারী ১৬ টি মেট্রোর মধ্যে ১০ টির চলাচল বন্ধ থাকবে এবং ৪টি আংশিক চলাচল করবে। তবে ড্রাইভার বিহীন অটোমেটিক মেট্রো ১ ও ১৪ স্বাভাবিকভাবে চলাচল করবে।
এ ধর্মঘটের ঘোষণা আগে থেকে দেয়া হলেও ভোরবেলা থেকে প্যারিসজুড়ে পরিবহন ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। প্যারিসের মেট্রো, বাস, ট্রাম, আর.ই.আর স্টেশনগুলোতে কর্মমুখী মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। সময় মতো কাজে পৌঁছানো সম্ভব হবে কি না? এমন উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যাত্রীদের মধ্যে।
কর্মমুখী অনেক মানুষকে মেট্রো ও বাসের জন্য অপেক্ষা না করে সাইকেলে বা পায়ে হেঁটে অফিসমুখী হতে দেখা গিয়েছে।
সরোজমিনে মেট্রো স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, মেট্রো ২, ৩, ৩ bis, ৫,৬,৭bis, ১০, ১১, ১২, ১৩ লাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং বাসগুলো তিনটির মধ্যে একটি ছেড়ে যাচ্ছে।
প্যারিসের আশপাশের শহরগুলির মধ্যে চলাচলকারী ট্রেন আর.ই.আর লাইন A এবং B প্রতি ৫ টি ট্রেনের সময়ে ১টি করে ট্রেন চলাচল করছে। এছাড়া মেট্রো ৪,৭, ৮ ও ৯ শুধুমাত্র সকাল ৬:৩০ থেকে ৯:৩০ ও বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ৩ টি ট্রেনের মধ্যে ১টি ট্রেন চলবে, বাকি সময়ে চলাচল স্বাভাবিক থাকবে।
তবে যাত্রীর চলাচলের সুবিধার্থে বিভিন্ন সাইকেল, ভেসপা স্কুটার ও গাড়ি ভাড়া সার্ভিসের কোম্পানি গুলো আজকের জন্য বিশেষ ছাড় প্রদান করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন