১৩ নভেম্বর, ২০১৯ ১৩:০৯

ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে বোমা হামলা

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে বোমা হামলা

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরে অবস্থিত পুলিশ সদর দপ্তরের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী নিহত ও কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।  

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসা আতমাজা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন।

ইন্দোনেশিয়া জাতীয় পুলিশের মুখপাত্র ডেডি পরাসেতো বলেন, সাধারণ মানুষ পুলিশি ছাড়পত্রের জন্য যেখোনে অপেক্ষা করেন তার পাশে পার্কিং এলাকায় হামলাটি করা হয়।

ইন্দোনেশিয়ার কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত ফুটেজে হামলার পর পুলিশ সদর দপ্তরের আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে ছুটে বের হতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় আত্মঘাতী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রীর ওপর হামলার এক মাসের মাথায় এ হামলাটি ঘটল।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর