ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। চলছে পাল্টাপাল্টি হামলার হুমকি। তারই জের ধরে ইরাক থেকে নিজেদের সব নাগরিককে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে ফিলিপাইন।
ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর এ আদেশ দেওয়া হয়েছে বলে বুধবার ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদুয়ার্দো মেনেজ বলেছেন, ‘পুরো ইরাকে ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেককে বাধ্যতামুলকভাবে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে’।
উল্লেখ্য, গত শুক্রবার ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ নিতে বুধবার প্রথম প্রহরে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ