ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মীরে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দেশটির আধা-সামরিক বাহিনীর একটি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে।
এ ঘটনায় পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মদকে দায়ী করে ভারত।
সে সময় এই সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার এক বছর পর এ ঘটনায় অভ্যন্তরীণ কোনও মহল জড়িত থাকতে পারে বলে তদন্তের দাবি তুলেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল।
এই দাবি প্রেক্ষিতে দেশটির টেলিভিশন চ্যানেল নিউজ১৮ কর্তৃপক্ষ একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে শেয়ার করে, যাতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের নেতা আব্দুর রফউ আসগার এই হামলার সঙ্গে সংগঠনটির জড়িত থাকার বিষয়টি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন।
শুধু পুলওয়ামা নয়, ২০০১ সালে ভারতের সংসদ চত্বরে জঙ্গি হামলায় ঘটনাও তারাই ঘটিয়েছিল বলেও উল্লেখ করেন রফউ আসগার।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম