১৮ জানুয়ারি, ২০২০ ১১:৩৯

আফগানিস্তানে সহিংসতা কমাতে তালেবানের প্রস্তাব

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে সহিংসতা কমাতে তালেবানের প্রস্তাব

তালেবান আফগানিস্তানে সহিংসতা কমাতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের একটি প্রস্তাব দিয়েছে। কাতারের দোহায় দুই পক্ষের মধ্যকার শান্তি আলোচনায় এ প্রস্তাব দিয়েছে তারা। পাকিস্তান এবং তালেবান গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টরা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। 

নাম প্রকাশে অনিচ্ছুক তালিবানের এক প্রতিনিধি বলেছেন, মার্কিন দাবির প্রতিক্রিয়ায়, আমাদের কাতার অফিস আলোচনার টেবিলে আফগানিস্তানের সহিংসতা কমাতে প্রস্তাব দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রস্তাবটি মার্কিন প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এবং মার্কিনীরা বিষয়টি বিবেচনা করছে।

তালেবান সহিংসতা কমানোর অংশ হিসেবে ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর