ফিলিস্তিনিরা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' মেনে না নিলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া সম্ভব হবে না বলে 'হুমকি' দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার।
কুশনার এমন সময় এই মন্তব্য করলেন যখন মধ্যপ্রাচ্যে হাজার বছর ধরে ফিলিস্তিন নামক ভূখণ্ডের অস্তিত্ব থাকলেও মাত্র কিছুদিন আগে ওই ভূখণ্ড জবরদখল করে অবৈধভাবে ইহুদিবাদী ইসরায়েল নামক একটি কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়েছে।
রবিবার কুশনার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ওই কথা বলেন। কুশনার বলেন, ফিলিস্তিনিরা যদি মধ্যপ্রাচ্যের নয়া পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারে তাহলে তাদের জন্য একটি স্বাধীন ফিলিস্তিনকে ইসরায়েল স্বীকৃতি দেবে না।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইহুদিবাদী-মার্কিন পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উত্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ