চীনে মহামারির আকার ধারণ করতে চলেছে করোনাভাইরাস। আর ভারতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার কেরালায় আরও এক আক্রান্তের হদিশ মিলল। তার জেরে এই মুহূর্তে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিনে। আক্রান্তরা সবাই কেরালার বাসিন্দা। করোনাভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন তারা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কেরালায় তৃতীয় করোনাভাইরাস আক্রান্তের খবর মিলেছে। আক্রান্ত ব্যক্তি চীনের উহান থেকে ফিরেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আক্রান্তকে এই মুহূর্তে কাসরগড়ের কাঞ্চনগড় জেলা হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। তবে আক্রান্তরা এক রাজ্য থেকে হলেও, তিনটি ঘটনাই আলাদা আলাদা জায়গায় ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি। চারদিন আগে প্রথম ঘটনাটি সামনে এসেছিল মধ্য কেরালার ত্রিশূর থেকে। আলাপ্পুঝা থেকে রবিবার দ্বিতীয় ঘটনাটি সামনে আসে। এদিন তৃতীয় ঘটনাটি সামনে আসে কাসরগড থেকে।
এই মুহূর্তে কেরালার বিভিন্ন প্রান্তে ১৭০০-রও বেশি মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৭০ জনকে। প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। চীন থেকে ফেরত আসা সমস্ত মানুষকে স্বাস্থ্য দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। এমনকি ১ জানুয়ারির পর চীন গিয়েছেন, এমন ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে ভারতের স্বাস্থ্য দফতর। জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে যেতে বলা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক