ভারতের মধ্য প্রদেশের নরসিংপুর গ্রামে একটি ট্রাক উল্টে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
হায়দ্রাবাদ থেকে ২০ পরিযায়ী শ্রমিক ওই ট্রাকটিতে উঠেছিলেন। তারা মধ্যপ্রদেশের ঝাঁসি শহর ও উত্তর প্রদেশের একটি শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ট্রাকটি নরসিংপুরের একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় উল্টে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন তারা।
আহতদের মধ্যে একজন শ্রমিকের কোভিড-১৯ এর লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তি সব শ্রমিকের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
মহারাষ্ট্রে রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা ২০ পরিযায়ী শ্রমিকের একটি দলের ১৬ জন মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ার দুই দিন পর অপঘাতে ভারতে আরও পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম