সাইপ্রাসের পানিসীমায় তুরস্কের ‘চলমান অবৈধ তৎপরতা’র ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে গ্রিস, সাইপ্রাস, মিশর, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক টেলিকনফারেন্সে পূর্ব ভূমধ্যসাগরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এই উদ্বেগ জানান।
পররাষ্ট্রমন্ত্রীদের টেলিকনফারেন্স শেষে এক যৌথ ঘোষণায় পাঁচ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাইপ্রাসের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তুরস্কের অনুসন্ধান তৎপরতা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
তুরস্ক বর্তমানে সাইপ্রাসের পানিসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ওই পানিসীমায় গত ছয় মাসে তুরস্ক এ ধরনের ছয়টি অনুসন্ধান কাজ পরিচালনা করেছে।
পাঁচ পররাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে গ্রিসের আকাশসীমায় তুরস্কের ক্রমবর্ধমান অনুপ্রবেশেরও নিন্দা জানান। তারা বলেন, তুরস্ক সাম্প্রতিক সময়ে গ্রিসের স্থল ও পানিসীমা দিয়ে অবৈধ অভিবাসীদের ইউরোপের দিকে ধাবিত করছে, যা নিন্দনীয়। এছাড়া, পাঁচ পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ায় সেনা পাঠানোর তুর্কি পদক্ষেপেরও নিন্দা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম