ব্যস্ত রাস্তা চলছে গাড়ি। খাঁচা থেকে বেরিয়ে এসে একটি বাঘ সেই রাস্তার ফুটপাত দিয়ে গুটিগুটি পায়ে হেঁটে চলেছে সে। কিন্তু কারও উপর ঝাঁপিয়ে পড়েনি সে। কাউকে তাড়াও করেনি। আপন মনেই হেলে দুলে যাচ্ছে সে।
আর ব্যস্ত রাস্তা দিয়েই ওই বাঘের পেছন পেছন দৌড়চ্ছেন তিন জন। তারপর বাঘের কাছে গিয়ে তাকে ঘিরে ফেললেন তারা। কিন্তু বাঘটি তাদের ওপর ঝাপিয়ে পড়েনি। এর পর এক ব্যক্তি দড়ি ছুঁড়ে বাঁধলেন বাঘটিকে।
এ রকমই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা ইতোমধ্যেই দেখা হয়েছে লক্ষাধিকবার। সেই ভিডিও দেখে বিস্মিত নেটাগরিকরা করছেন বিভিন্ন মন্তব্য।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন