২৪ মে, ২০২০ ২১:৩৭

'ঠাণ্ডা যুদ্ধের' দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, চীনের নিশানায় ট্রাম্প

অনলাইন ডেস্ক

'ঠাণ্ডা যুদ্ধের' দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, চীনের নিশানায় ট্রাম্প

চীন-যুক্তরাষ্ট্র এর সম্পর্ক এখন তলানিতে। তবে এমন দিকে এগোচ্ছে পরিস্থিতি যে চিনের বিরুদ্ধে ঠাণ্ডা যুদ্ধের দিকে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনই জানাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। খবর নিউজ এইটটিনের।

দুই দেশের মধ্যে বাণিজ্য, মানবাধিকার, এবং অন্যান্য বিষয় নিয়ে আগে থেকে টানাপোড়েন ছিল। এর মধ্যে যোগ হয়েছে করোনা আতঙ্ক। করোনাভাইরাসকে চীনা ভাইরাস বলে সম্বোধন করেন মার্কিন রাষ্ট্রপতি। চীনের গবেষণাগারে তৈরি হয়েছে এই প্রাণঘাতী ভাইরাস, এমনই অভিযোগ বরাবার উঠেছে।

করোনাভাইরাস এখন মহামারী থেকে রাজনৈতিক টানাপড়নে পরিণত হয়েছে। এই অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। চীন থেকে করোনা ছড়িয়েছে, এর দোহাই দিয়ে চীনের বিরুদ্ধে রাজনৈতি ঘুঁটি সাজাতে চাইছে আমেরিকা। এমনই অভিযোগ করেছেন তিনি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর