২৯ মে, ২০২০ ২০:৫৫

৯০ হাজারের বেশি মসজিদ জীবাণুমুক্ত করছে সৌদি

অনলাইন ডেস্ক

৯০ হাজারের বেশি মসজিদ জীবাণুমুক্ত করছে সৌদি

ফাইল ছবি

রবিবার থেকে পবিত্র মক্কা বাদে সৌদি আরবের অন্য শহরের মসজিদে আবার নামাজ আদায় শুরু হবে। তাই জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে ৯০ হাজারের বেশি মসজিদ পরিষ্কার করা হয়েছে। 

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিষয়টি জানিয়েছে।

মুসল্লিদের করোনা থেকে দূরে থাকার পরামর্শ দিতে একাধিক ভাষার গণমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে সৌদি সরকার। বাড়ি থেকে বের হয়ে মসজিদে ঢোকার আগ পর্যন্ত কী কী করতে হবে বিজ্ঞাপনে সেসব বিষয় উল্লেখ রয়েছে।

বয়স্ক কিংবা শিশুদের বাড়ি থেকেই নামাজ আদায় করতে বলা হয়েছে। মসজিদে যারা যাবেন, তারা সবাই যেন ২ মিটার দূরত্ব বজায় রাখেন আছে সেই নির্দেশনাও।

সৌদি আরবে এখন পর্যন্ত ৮০ হাজার ১৮৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৪১ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৫৩ জন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর