করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে জনগণের বিক্ষোভ নিষিদ্ধ করা যাবে না বলে জানিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। খবর এপি’র।
যুক্তরাষ্ট্র থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে ফ্রান্সেও। কিন্তু ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাদের বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাজার হাজার বিক্ষোভকারীদের থামানোকে মৌলিক স্বাধীনতা হরণের শামিল মনে করছেন আদালত।
সর্বোচ্চ আদালত কাউন্সিল অব স্টেট এক রুল জারি করেছেন। স্বাস্থ্য সুরক্ষা মেনে বিক্ষোভকারীদের অংশ নিতে বলা হয়েছে। কাউন্সিল বলেছেন যে ‘বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না’ এবং বিক্ষোভের অধিকার একটি ‘মৌলিক স্বাধীনতা’।
পুলিশের সহিংসতার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে প্যারিসে বিক্ষোভ চলছে। শনিবার শহরজুড়ে ১৫ হাজার বিক্ষোভকারীকে বাধা দেয় পুলিশ। করোনার বিধিনিষেধ অনুযায়ী ১০ জনের বেশি একসঙ্গে হওয়া যাবে না উল্লেখ করে তাদের থামানোর চেষ্টা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি।
বিডি প্রতিদিন/কালাম