লাদাখ সীমান্তে চীনা সেনাদের গুলিতে অন্তত পক্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খবর এসেছিল, লাদাখে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে গালওয়ান উপত্যকায় সোমবার (১৫ জুন) রাতে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত হয়। মঙ্গলবার সকালে খবর ছিল এমনটাই।
কিন্তু রাতের মধ্যেই চীন-ভারত সীমান্ত থেকে পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষ। এদিকে, চীনের সংবাদমাধ্যম বলছে, তাদের সৈন্যদেরও অনেকের প্রাণ গেছে। নিহত ও আহত হয়েছেন চীনের প্রায় ৪৩ জন সেনা।
শুধু তাই নয়, বেইজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে চীনাদের উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। পরিস্থিতি স্বাভাবিক করতে দু'দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা বৈঠক করেছেন।
গোটা পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিন সেনার প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রালয়ের তরফে অবশ্য বলা হয়েছে, চুক্তি ভঙ্গ করেছে চীন। সেই কারণেই এমন ঘটনা। নাহলে এমন ক্ষয়ক্ষতি হত না।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ