ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজকে আবারও তলব করেছে বাগদাদ সরকার। ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে সামরিক অভিযান চালানোর প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরাকের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বাগদাদ।
বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে কড়া ভাষায় উস্কানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানায়।
ইরাকের উত্তরাঞ্চলে কথিত ‘অপারেশন ক্ল-ঈগল’ পরিচালনার কয়েকদিন পর এই প্রতিবাদ জানানো হলো। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযানের নামে তুরস্ক গত কয়েকদিন ধরে দফায় দফায় ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে আমরা কড়া ভাষায় দেশের উত্তরাঞ্চলে বোমাবর্ষণ বন্ধ করার কথা বলেছি এবং ইরাকের ভেতর থেকে তুর্কি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। আমরা সুস্পষ্টভাবে তুরস্কের এই ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘনের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছি।”
ইরাকের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুল করিম হাসিমের সঙ্গে বৈঠকে তুর্কি রাষ্ট্রদূত বলেন, বাগদাদ সরকার যদি পিকেকে গেরিলাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তুরস্ক সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তা সে যেখানেই হোক না কেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন