ইয়েমেনের সুকুত্রা দ্বীপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে। প্রস্তাবিত গোয়েন্দা ঘাঁটিটি দক্ষিণ ইয়েমেন থেকে ৩৫০ কিলোমিটার দূরে আরব সাগরে স্থাপন করা হবে। ইসরাইল ও আমিরাত এ লক্ষ্যে প্রয়োজনীয় সব তথ্যও সংগ্রহ করছে। খবর মিডল ইস্ট মনিটরের।
সংযুক্ত আরব আমিরাত সুকুত্রা দ্বীপটি দখল করে নেয় ২০১৮ সালে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন শুরুর তিন বছর পর। পরিকল্পিত গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার জন্য সম্প্রতি বিভিন্ন স্থান যাচাই করেছে ইসরাইলি ও আমিরাতি গোয়েন্দা প্রতিনিধি দল। সুকুত্রা আরব সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ। ভৌগোলিক পরিবেশ এবং অদ্ভুত গাছপালার কারণে এ দ্বীপটিকে বলা হয়ে থাকে 'এলিয়েন দ্বীপ' বা ভিনগ্রহবাসীদের দ্বীপ।
বিডি প্রতিদিন/এ মজুমদার