গত সপ্তাহে চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের প্রখ্যাত অস্ট্রেলিয়ান উপস্থাপিকা চেং লেইকে বিনা অভিযোগে আটক করে চীন। ওই ঘটনার পর চীনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে বলে অস্ট্রেলিয়া সরকার। এবার চীন থেকে তাদের সাংবাদিকদের দেশে ফিরিয়ে নিল দুই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) রিপোর্টার বিল বার্টলস ও অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউয়ের (এএফআর) মাইক স্মিথ মঙ্গলবার সিডনিতে পৌঁছান। বিমানে ওঠার আগে চীনা কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে এবিসি বলছে, ‘চীনে তার রিপোর্টিং ও আচরণবিধির কারণে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি বার্টলস।’
অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, কনস্যুলারের কর্মকর্তারা ওই সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা করেছেন।
১৯৭০ সালের মাঝামাঝি সময়ের পর এই প্রথম অস্ট্রেলিয়ান অ্যাক্রিডিটেড কোনও সাংবাদিক না থাকার ঘটনা ঘটল চীনে।
বিডি প্রতিদিন/কালাম