ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, তারা দখলদার ইসরায়েলের যেকোনও জায়গায় হামলা চালাতে সক্ষম। সংগঠনের মহাসচিব জিয়দা আল-নাখালা মঙ্গলবার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন।
তিনি জানান, ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ যেকোনও অংশে তার সংগঠনের যোদ্ধারা রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যখন প্রয়োজন হয়েছে জিহাদ আন্দোলন তেমনটি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
২০০০ সালের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তিন দফা আগ্রাসন চালিয়েছে। গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পাশাপাশি জিহাদ আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে। এছাড়া, প্রতিদিন ইসরায়েল যে আগ্রাসন চালায় তা থেকে ফিলিস্তিনিদেরকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইসলামি জিহাদ।
নাখালা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডের সমস্ত জায়গায় লড়াই-সংগ্রাম করা তাদের সংগঠনের ইতিহাসের বৈশিষ্ট্য হয়ে গেছে। তার এ বক্তৃতায় জিয়াদ আল-নাখালা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের যে সংগঠন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে জিহাদ আন্দোলন।
বিডি প্রতিদিন/কালাম