শিরোনাম
২৮ অক্টোবর, ২০২০ ১৪:২৯

মহসিন দাওয়ারকে বেলুচিস্তানে প্রবেশে বাধা, পিটিএম নেতাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

মহসিন দাওয়ারকে বেলুচিস্তানে প্রবেশে বাধা, পিটিএম নেতাদের প্রতিবাদ

পিটিএম নেতা মহসিন দাওয়ারকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় প্রবেশে বাধা দিয়েছে সেখানকার প্রশাসন। নিরাপত্তার ঝুঁকির কথা বলে তাকে কোয়েটায় ঢুকতে দেওয়া হয়নি। 

এর প্রতিবাদে পশতুন তাহাফুজ আন্দোলনের কর্মীরা গত শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন। 

ইন্ডিয়া ব্লুমের খবরে বলা হয়েছে, গত রবিবার পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) জোটের কোয়েটাতে তৃতীয় জনসভা করার কথা ছিল। এই জনসভায় যোগ দিতে শনিবার পিটিএম নেতা মহসিন দাওয়ার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বিমান যোগে পৌঁছান। তবে সেখানকার কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বলে তাকে সেখানে প্রবেশ করতে দেয়নি। 

পরে নিরাপত্তা বাহিনী তাকে সড়ক পথে ইসলামাবাদে ফেরত পাঠায়। সেখানে পৌঁছে মহসিন দাওয়ার এক টুইট বার্তায় বলেন, পাকিস্তানে রাষ্ট্র কর্তৃক আবারও আইন লঙ্ঘন হয়েছে। আমাকে নিরাপত্তা ঝুঁকির কথা বলে কোয়েটাতে ঢুকতে দেওয়া হয়নি। 

‘তারপরও আমি বরাবরের মতো বেলুচিস্তানের মানুষের অধিকারের জন্য কথা বলে যাব।’  

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত পশতুন তাহাফুজ আন্দোলন বা পশতুন নিরাপত্তা আন্দোলন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান ভিত্তিক পশতুন মানবাধিকারের জন্য একটি সামাজিক আন্দোলন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর