সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়।
গত বুধবার সৌদি আরবের জেদ্দায় একটি সমাধিতে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের সময় ওই বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় বেশ চারজন আহত হন।
ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র ‘আমাক’-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মহানবীকে (স.) অপমান করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের কূটনীতিককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
সূত্র : এবিসি নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ