মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইলেকটোরাল ভোটে ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির।
তবে গুঞ্জন শোনা যাচ্ছে জানুয়ারিতে তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাবেন এবং পরবর্তী কর্মসূচি হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দেবেন। এমন কিছুই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে আলাপ করছেন।
জানা গেছে বর্তমানে হোয়াইট হাউজ নিয়ে ভাবছেন না ট্রাম্প। মূলত এখন তিনি বাইরের জীবন নিয়ে ভাবছেন। হোয়াইট হাউজ ছেড়ে যাবার পর রাজনীতি ও মিডিয়ায় নিজের উপস্থিতি বজায় রাখবেন। এর মধ্য দিয়ে তিনি চেষ্টা করবেন নিজের জনপ্রিয়তা বাড়িয়ে আবারো হোয়াইট হাউজে ফেরার। আর সে লক্ষ্যে তিনি ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। আর সেটির আনুষ্ঠানিক ঘোষণা তিনি চলতি বছরের শেষের দিকে দিবেন। মূলত তিনি আরো একবার বাইডেনের বিপক্ষে লড়তে চাচ্ছেন।
ট্রাম্পের দীর্ঘ দিনের বন্ধু ক্রিস্টোফার রুডি এ বিষয়ে বলেছেন, ‘ট্রাম্প রাজনীতি ও মিডিয়ায় নিজের অবস্থান ধরে রাখতে চাইবেন। আগের সব ব্যবসা-বাণিজ্য তো আছেই, নতুন নতুন সম্পর্কও তৈরি হবে তার।’
সূত্র: ওয়াশিংটন পোস্ট
বিডি প্রতিদিন/ ওয়াসিফ