৩ ডিসেম্বর, ২০২০ ০৮:৩১

সীমান্তে উত্তেজনার মাঝেও ভারত থেকে চাল আমদানি করছে চীন!

অনলাইন ডেস্ক

সীমান্তে উত্তেজনার মাঝেও ভারত থেকে চাল আমদানি করছে চীন!

সীমান্তে উত্তেজনা সত্ত্বেও তিন দশকের মধ্যে ভারত থেকে এই প্রথম চাল আমদানি শুরু করেছে চীন। সরবরাহের ঘাটতিসহ ভারত থেকে দাম কম রাখার প্রস্তাব পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে চীন। খবর ইন্ডিয়া এক্সপ্রেস'র।

বিশ্বের সর্ববৃহৎ চাল রফতানিকারক দেশ ভারত এবং সর্ববৃহৎ আমদানিকারক চীন। বেইজিং প্রতি বছর ৪০ লাখ টন চাল আমদানি করে। কিন্তু গুণগত মানের কথা বলে দেশটি এতদিন ভারত থেকে চাল আমদানি করতো না।

ভারতের চাল রফতানিকারকদের সংগঠন রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বি ভি কৃষ্ণা রাও বলেন, ‘প্রথমবারের মতো চাল কিনছে চীন। মান দেখে তারা হয়তো আগামী বছর থেকে আমদানির পরিমাণ বাড়াবে।’

ভারতের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘চলতি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রতি টন ৩০০ ডলার হিসেবে এক লাখ টন চাল জাহাজে তুলে দিতে চীনা বণিকদের সঙ্গে চুক্তি করেছে রফতানিকারকরা।’

চীন সাধারণত থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার ও পাকিস্তান থেকে চাল আমদানি করে। কিন্তু এসব দেশের রফতানির মতো উদ্বৃত্ত চাল নেই। এ ছাড়া ভারতের তুলনায় প্রতি টনে ৩০ ডলার বেশি মূল্য চেয়েছে তারা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর