২৪ জানুয়ারি, ২০২১ ১১:৪৬

দায়িত্ব গ্রহণের পর যে ৩ বিশ্বনেতাকে ফোন করলেন বাইডেন

অনলাইন ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর যে ৩ বিশ্বনেতাকে ফোন করলেন বাইডেন

ফাইল ছবি

দায়িত্ব নেয়ার পর গত দুই দিনে ৩ বিশ্বনেতাকে ফোন করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্র-শনিবারের মধ্যে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাজ্যের শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বললেন তিনি।

সূত্র জানায়, বাইডেন শুক্রবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। এরপর মেক্সিকোয়। আর শনিবার (২৩ জানুয়ারী) কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন বরিস জনসন। 

ট্রুডোর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই নেতা সামনের মাসে বৈঠক করবেন। এ সময় করোনা প্রতিরোধ বিষয়ক আলোচনা গুরুত্ব পাবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে গত বুধবার স্থানীয় সময় দুপুরে শপথ গ্রহণ করার পর বাইডেন দিনভর নানা আনুষ্ঠানিকতায় কাটান। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর