ঘোর অস্বস্তির মধ্যে পড়ে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানি সংসদের রেলওয়ে সচিব ফারুক হাবিব দাবি করেছেন, সাবেকআল কায়দা প্রধান ওসামা বিন লাদেন নওয়াজ শরিফের সরকার গঠনে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছিল।
হাবিবের অভিযোগ, সাবক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ যে লাদেনের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে, তা নির্বাচন কমিশনের ফলাফলের সময়ই ধরা পড়েছিল। এমনকি হাবিবের দাবি, তৎকালীন বেনজির ভুট্টো সরকারকে ফেলার জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সাহায্য নিতে পিছপা হননি শরিফ।
গত সপ্তাহে সাংবাদিকদের সামনে এই কথা বলার পরেই গোটা পাকিস্তান জুড়ে শোরগোল পড়ে গেছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির ক্ষেত্রে বিদেশি ফান্ডিং মামলার শুনানির পরেই এই দাবি করেন হাবিব।
ইমরান সরকারের এই মন্ত্রীর দাবি, নওয়াজের দল এবং পাকিস্তান পিপলস পার্টি আদালতে বিদেশি ফান্ডিং নিয়ে সঠিক নথি দিতে পারেনি। প্রসঙ্গত কিছুদিন আগেই আমেরিকায় সাবেক পাকিস্তান রাষ্ট্রদূত আবিদা হুসেন দাবি করেছিলেন, নওয়াজ শরিফের সরকার গঠনে বিপুল অর্থ বিনিয়োগ করেছিল আল কায়দা প্রধান লাদেন। আবিদা আবার নওয়াজ শরিফ সরকার জমানায় মন্ত্রীও ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ