ভিডিও তৈরির অ্যাপ টিকটক বন্ধের প্রক্রিয়া স্থগিত করার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে অনুরোধ করেছে জো বাইডেনের প্রশাসন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়টি নতুনভাবে পর্যালোচনার উদ্দেশ্যে এ অনুরোধ জানিয়েছে জো বাইডেন প্রশাসন।
আপিলের নথিতে বলা হয়েছে, জো বাইডেনের প্রশাসন এ ব্যাপারে যাচাই শুরু করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী টিকটক নিষিদ্ধ করতে এ মুহূর্তে চাপ দেওয়া হবে না।
ওই নথিতে আরো বলা হয়েছে, টিকটক নিষিদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে প্রমাণগুলো হাজির করেছিল তা মূল্যায়নের পরিকল্পনা করছে সে দেশের বাণিজ্য বিভাগ।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ