উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে নিহত তিন নারী গণমাধ্যম কর্মী হত্যার দায় স্বীকার করেছে। গতকাল মঙ্গলবার এনিকাস টেলিভিশন চ্যানেলের ওই তিন নারী কর্মী কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন এবং অন্য একজন মারাত্মক আহত হন। এছাড়া আলাদা দুটি হামলায় এসব গণমাধ্যম কর্মী হতাহত হন।
দায়েশ জানিয়েছে, তাদের সন্ত্রাসীরা নারী গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
এনিকাস টেলিভিশন চ্যানেলের পরিচালক জালমে লতিফি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, মুরসাল ওয়াহিদি, সাদিয়া সাদাত ও শাহনাজ রৌফি নামের এই তিন গণমাধ্যম কর্মীকে হত্যার মধ্যদিয়ে আমাদেরকে সতর্ক সংকেত দেয়া হয়েছে। এর আগেও এই টেলিভিশন চ্যানেলের কর্মীদের ওপর হামলা হয়েছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক