ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছেন তারা। পরমাণু অস্ত্রের মজুদকারী ইসরায়েলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরও বলেছেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ।
বেনি গান্তজ বলেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে, সেজন্য যুদ্ধের পথ খোলা রেখেছি আমরা।
ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেওয়া যাবে না। আমেরিকাসহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায় যেতে পারবে না। আঞ্চলিক দেশগুলোরও এ ধরনের কোনো সমঝোতা করার অধিকার নেই।
ইসরায়েলের এ ধরনের বক্তব্য বাগাড়ম্বর বলে মনে করে ইরান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি ঘোষণা করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ ঠেকাতে পারত না। কিন্তু ইসলাম ধর্মে এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা তৈরি করিনি।
সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ