‘রাষ্ট্র বিরোধী প্রচারণায়’ জড়িত থাকার অভিযোগে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের জামিন বাতিল করতে হাইকোর্টের দারস্থ হয়েছে দেশটির সরকার।
শনিবার (১৪ মার্চ) দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) চৌধুরী সুগার মিলস মামলায় মরিয়ম নওয়াজের জামিন বাতিলের আবেদন জানিয়ে লাহোর হাইকোর্টে আবেদন করে। চৌধুরী সুগার মিলস (সিএসএম) মামলায় গ্রেফতার হওয়া পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ বর্তমানে জামিনে আছেন।
এনএবি বলছে, মরিয়ম হাজির না হয়ে তদন্তে বাধা দিচ্ছেন। আর তিনি জনগণকে এই ধারণা দিতে কৌশল ব্যবহার করছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয়।
দুর্নীতি বিরোধী সংস্থাটি বলেছে, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন, ক্রমাগত মিথ্যা অভিযোগ করেছেন এবং রাষ্ট্রবিরোধী প্রচারণায় নিয়োজিত আছেন।
এনএবি মানবাধিকার লঙ্ঘন, চরিত্র হত্যা এবং বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলনকে দুর্বল করার জন্য তদন্ত পর্যায়ে লোকজনকে গ্রেফতার করা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। সূত্র: ডন।
বিডি প্রতিদিন/আবু জাফর