আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন। এ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাত ১২.০১ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
কেক কাটার পর জাতির পিতার কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, উপজেলা চেয়ারম্যান সলেমান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, পৌর সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জাতির পিতার দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া চান মোনাজাতে অংশগ্রহণকারীরা।
বিডি প্রতিদিন/হিমেল