২০২০ সালের মার্কিন নির্বাচনেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছে রাশিয়া এবং তাতে অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
মঙ্গলবার দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রকাশ করে ১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদন। খবর বিবিসির।
এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে প্রচারণার চেষ্টা করে রাশিয়া। জো বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ও ভুয়া তথ্যও ছড়ায়। অন্যদিকে ইরান অবস্থান নেয় ট্রাম্পের বিপক্ষে। তবে ভোট প্রক্রিয়া ও চূড়ান্ত ফলাফলকে কোনও বিদেশি শক্তিই প্রভাবিত করতে পারেনি বলে জানানো হয় গোয়েন্দা প্রতিবেদনে।
একইসাথে চীনের পক্ষ থেকে নির্বাচনে হস্তক্ষেপের কোনও চেষ্টা হয়নি বলেও উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম