নেপালে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে চিতওয়ান জেলার শ্রী রাষ্ট্রীয় প্রাইমারি স্কুলের নতুন একটি ভবন নির্মিত হয়েছে ভারতের সহায়তায়।
ভারতীয় দূতাবাস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে ভবনটি নির্মিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, চিতওয়ান জেলার শ্রী রাষ্ট্রীয় প্রাইমারি স্কুলের নতুন ওই ভবন নির্মাণের জন্য ভারত সরকার নেপালি ১৮.৬৬ মিলিয়ন রুপি অর্থায়ন করেছে।
জানা গেছে, নেপালের চিতওয়ানের খয়রাহানি পৌরসভার চেয়ারম্যান মানিজার চৌধুরি এবং ভারতীয় কনস্যুল জেনারেল নিতিশ কুমার গত বুধবার ভবনটি উদ্বোধন করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, নেপাল-ভারত উন্নয়ন সহযোগিতার অধীনে ভারত সরকারের দেওয়া অনুদাতে দ্বি-তল স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। সেখানে ১২ টি শ্রেণিকক্ষ এবং টয়লেট রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/ ওয়াসিফ