সেনা প্রত্যাহার নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত ফেব্রুয়ারিতে আফগান সরকার ও তালেবানদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ১ মে'র মধ্যে দেশটি থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা। তবে এক মাসেরও কম সময় হাতে রেখে সামনে এলো ভিন্ন খবর।
জানা গেছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানে এখনো অবস্থান করছে আড়াই হাজার মার্কিন সেনা। কিন্তু চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বাইডেন প্রশাসন। সূত্র : নিউইয়র্ক টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক