গত সপ্তাহেই মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেয় ইসরায়েল। এর মধ্যে দেশটিতে বিগত ১০ মাসের মধ্যে করোনায় মৃত্যু প্রথমবারের মতো শূন্যের সংখ্যায় নেমে এসেছে। করোনা সেখানে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হচ্ছে।
আজ শনিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। বলা হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলে ৫০ লাখের বেশি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। যা শতাংশের বিবেচনায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, মৃতের সংখ্যা আগের দিন যেটা ছিল (৬ হাজার ৩৪৬) সেটাই অপরিবর্তীত রয়েছে। এর আগে গত বছরের জুনেও মৃতের সংখ্যা শূন্য ছিল।
সূত্র : বিবিসি ।
বিডি-প্রতিদিন/শফিক