গত ২৪ ঘন্টায় আফগানিস্তানের তিন প্রদেশে পৃথক হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ আজ শনিবার এ খবর নিশ্চিত করেছেন। আজ নিহত হয়েছে ১০ জন, আর শুক্রবার ৪ জন।
তিনি বলেন, তিনটি পৃথক হামলায় নিহতদের মধ্যে রয়েছে রাজধানী কাবুলে চার পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এবং একজন সরকারি কর্মকর্তা। তিনটি হামলার মধ্যে দুটি ঘটেছে শনিবার আর বাকিটি গতকাল শুক্রবার সন্ধ্যায়।
গজনী প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক