মিয়ানমার জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং দক্ষিণ-পূর্ব এশিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। যেখানে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা হবে। খবর সিএনএনের।
তিনি আজ শনিবার জাকার্তার সোকারনো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জানা গেছে, মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামিট করতে যাচ্ছে আসিয়ান।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখলের পর এটাই প্রথম বিদেশ সফর জান্তা সরকার প্রধানের। তিনি সেখানে মিয়ানমারে চলমান সহিংসতা রোধের উপায় নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
বিডি-প্রতিদিন/শফিক