করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এক জন যাত্রী নিয়েই কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়লো সুদানগামী বিমান। তবে অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে প্রথমে তাকে ফ্লাইটে নিতে নারাজ ছিলেন পাইলট। তবে মিশরীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পরে শেষ পর্যন্ত ওই এক জন যাত্রীকে নিতেই রাজি হন তিনি।
খার্তুম থেকে কায়রোয় নামার পরে আরটি-পিসিআর পরীক্ষায় ৪২ বছর বয়সী ওই সুদানি নারীর কোভিড সংক্রমণ ধরা পড়ে।
কোভিড পরীক্ষার ফলাফল দেখে তাকে দেশে ঢুকতে দিতে চাননি মিসরীয় কর্তৃপক্ষ। তাকে বলা হয়, ফিরতি ফ্লাইটেই দেশে ফিরে যেতে হবে তাকে। কিন্তু ওই যাত্রীকে বিমানে নিতে আর রাজি হচ্ছিলেন না বিমানের পাইলট। আবার করোনায় আক্রান্ত হওয়ায় মিসরে প্রবেশ করাও ওই নারীর পক্ষে তখন আর সম্ভব হচ্ছিল না।
তাকে ছাড়া অন্য যাত্রীদের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। পরবর্তী ফ্লাইট আসার আগ পর্যন্ত তাদের হোটেলে রাখা হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন