কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
রবিবার রাতে রাজধানী দোহায় কাতারের আমিরের সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ হয়। এর আগে সন্ধ্যায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানির সঙ্গেও একান্ত বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদরেজা দেহকানি নিজের অফিসিয়াল টুইটার বার্তায় দেয়া এক পোস্টে এসব সাক্ষাতের খবর জানালেও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু উল্লেখ করেননি।
তিনি পারস্য উপসাগর তীরবর্তী এই আরব দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের গুরুত্ব তুলে ধরে বলেছেন, কাতারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে জারিফের দোহা সফর অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এ সফর অত্যন্ত জরুরি ছিল। দেহকানি নিজের অফিসিয়াল টুইটার বার্তায় দেয়া এক পোস্টে লিখেছেন, কাতারসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ককে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কাতার ও ইরাক সফরের উদ্দেশে রবিবার সকালে একটি প্রতিনিধিদল নিয়ে দোহার উদ্দেশে তেহরান ত্যাগ করেন। দোহার পর বাগদাদ সফরেও সেদেশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে জারিফের সাক্ষাৎ করার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন