ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মা’রিব প্রদেশ মুক্ত করার লড়াইয়ে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সেনারা।
কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ হচ্ছে মা’রিব এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সর্বশেষ শক্ত ঘাঁটি। শহরটিকে হুথি সমর্থিত যোদ্ধারা পরিপূর্ণভাবে মুক্ত করার চেষ্টা করছে।
রবিবার ইয়েমেনের সামরিক বাহিনী মা’রিব শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে যায় এবং উত্তর-পশ্চিমে কাসারা যুদ্ধক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এছাড়া, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা সত্ত্বেও পশ্চিমাঞ্চলে তারা অগ্রগতি লাভ করে।
গত ফেব্রুয়ারি মাস থেকে হুথি সমর্থিত সামরিক বাহিনী মা’রিব প্রদেশকে মুক্ত করার লড়াইয়ে লিপ্ত রয়েছে। তখন থেকে মা’রিব বড় ধরনের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত দুই দিনের লড়াইয়ে সেখানে ৬৫ জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন