চীনের তৈরি বৃহত্তম রকেট উৎক্ষেপণের পর অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। রকেটটি যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে আছড়ে পড়তে পারে। ২৮ এপ্রিল সেটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। ২৯ এপ্রিল সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
রকেটটির মূল অভ্যন্তরীণ অংশ (‘কোর’) ৩০ মিটার (১০০ ফুট) লম্বা । মহাকাশ গবেষণা সংক্রান্ত সংবাদমাধ্যম ‘স্পেসনিউজ’ এই খবর দিয়েছে।
চীনা মহাকাশ গবেষণা সংস্থার ওই রকেটটির (মডিউল) নাম ‘লং মার্চ ৫বি রকেট’। রকটটি তিয়ানহে মহাকাশ স্টেশন প্রকল্পের অধীনে বানানো হয়েছিল। সেটি উৎক্ষেপণের জন্য গত মাসে প্রস্তুত করা হয়েছিল।
রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছিল। পরে গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এখন সেটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে। কয়েকদিনের মধ্যে তা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আছড়ে পড়তে পারে। রাডারে তা ধরাও পড়েছে। মডিউলটি এখন ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে উঠানামা করছে।
বিডি প্রতিদিন/আল আমীন