২৩ জুলাই, ২০২১ ২২:৩৯

যেভাবে আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করা সম্ভব, জানাল তালেবান

অনলাইন ডেস্ক

যেভাবে আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করা সম্ভব, জানাল তালেবান

তালেবানের অন্যতম মুখপাত্র সুহেল শাহীন (ফাইল ছবি)

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে দেশটির বিভিন্ন এলাকায় লড়ছে। রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত আফগান নিরাপত্তা বাহিনী। এ সুযোগে দেশের অন্যান্য অঞ্চল বিনা বাধাতেই দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা। 

কিন্তু এই সংঘাতের শেষ কোথায়। যদিও আফগান সরকার চাচ্ছে তালেবান তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করুক। কিন্তু তাতে রাজি হচ্ছে না তালেবান। এবার আফগানিস্তানে কীভাবে যুদ্ধ বন্ধ হবে- তা নিয়ে মুখ খুললো তালেবান। 

এক সাক্ষাৎকারে তালেবানের অন্যতম মুখপাত্র সুহেল শাহীন বলেছেন, তালেবান কেবল তখনই অস্ত্র ত্যাগ করবে যখন কাবুলে একটি নতুন সরকার গঠিত হবে। তবে সেই সরকারকে অবশ্যই তালেবানের কাছে এবং আফগানিস্তানের সকল নাগরিকের কাছে গ্রহণযোগ্য হবে। অন্যথায় আফগানিস্তানে শান্তি ফিরবে না। 

সূত্র : এপি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর