বুর্কিনা ফাসোর একটি কনভয়ে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪৭ জনের প্রাণহানি। জানা গেছে, নিহতদের মধ্যে ৩০ জন সাধারণ মানুষ, ১৪ জন সেনা ও তিনজন মিলিশিয়া স্বেচ্ছাসেবক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
এদিকে, বুর্কিনা ফাসো সরকারের দাবি করছে, নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ৫৮ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। বাকিরা পালিয়ে গেছে। কনভয়ে করে তারা দেশের উত্তরের শহর আরবিন্দাতে যাচ্ছিলেন বলে জানানো হয়েছে।
এর আগে, গত ৪ আগস্ট তারা ১১ জন সাধারণ মানুষসহ ৩০ জনকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে বর্তমানে ১৩ লাখ মানুষ ঘরছাড়া। কয়েক হাজার মানুষ মারা গেছেন। আক্রমণের ঘটনা বাড়তে থাকায় স্থানীয় মানুষ উদ্বিগ্ন। সূত্র : ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/শফিক