অস্থিতিশীল আফগানিস্তান থেকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক এই তথ্য জানিয়েছেন।
কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দিতে গিয়ে উইলিয়াম হাঙ্ক বলেন, গত ২৪ ঘণ্টায় সামরিক এবং বাণিজ্যিক ফ্লাইটে করে আফগানিস্তান থেকে ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীই একাই প্রায় ১১ হাজার মানুষকে উড়িয়ে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে ১০ হাজার ৪০০ জনকে সরিয়ে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের ৫৯টি বিমানে করে আরও ৫ হাজার ৯০০ জনকে আফগানিস্তান থেকে বিশ্বের অন্যান্য দেশে নেওয়া হয়েছে।
সূত্র: আরটিই নিউজ
বিডি প্রতিদিন/হিমেল